নবীনদের বরণ করে নিলো রাবির দর্শন বিভাগ

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসিসিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন (২)। তিনি বলেন, শুধুমাত্র ইহজাগতিক প্রস্তুতি কিংবা জৈবিক চাহিদা পূরণই মানব জাতির লক্ষ্য হতে পারে না। পরকালের প্রস্তুতি নেওয়াও বুদ্ধিমানের কাজ। যদি পরজীবনে কিছু না থাকে; মৃত্যুর পরে আফসোস করার তো কিছু থাকবে না। তাই প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানব কল্যাণে কাজ করতে হবে।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই ক্যাম্পাসে একজন শিক্ষার্থী যেমন ভাল গবেষক হতে পারেন, তেমনি ফেনসিডিল খোরও হতে পারেন। তাই তুমি কি হবে সেই সিদ্ধান্তটা একান্ত তোমাদের নিজের। তবে ভাল কিছু কারার জন্য এই বিশ্ববিদ্যালয় সবকিছুই দিবে, তোমাদের শুধু সঠিকটা অনুসন্ধানের মাধ্যমে নিতে হবে।

সাবেক অধ্যাপক শাহ্ জাহান খান বলেন, তোমাদের সফলতার যাত্রা শুরু হলো। যদি তোমরা এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে আমার বিশ্বাস, তোমরা দর্শনে পড়ার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার মাধ্যমে জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে সক্ষম হবে।

অধ্যাপক শামীমা আক্তার নবীন শিক্ষার্থীদের নতুন কিছু করার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এতে দেশ-জাতির কল্যাণ হবে বলে মনে করেন তিনি।

অধ্যাপক আক্তার আলী বলেন, নিজের জায়গা ভালবাসতে হয়, আপন করে নিতে হয়। তাছাড়া মানুষ এগিয়ে যেতে বা সফল হতে পারে না। আত্মবিশ্বাস অর্জন করতে হবে। হীনমন্যতা মানুষকে ধ্বংস করে। দর্শনের শিক্ষার্থীরা সকল সেক্টরেই আছেন। প্রতি বছর স্কলারশিপ নিয়ে বিদেশে পিএইচডি করছেন। তাই সকলকে আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, জীবন একটি স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে মানুষ সদা এগিয়ে চলে। নবীন শিক্ষার্থীরাও একটি স্বপ্ন নিয়ে এ ক্যাম্পাসে এসেছেন। তাই সকলকে নিজ নিজ স্বপ্ন পূরণে সামনে এগিয়ে গিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ