রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটায় ক্যাম্পাসের শহীদ সুখরন্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি বিজয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. মো. মাইনুদ্দিন (প্রশাসন) উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন হরেন্দ্রনাথ সিং পরিচালক রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি রাজশাহী, মো. আখতার হোসেন মজুমদার প্রশাসক জনসংযোগ দপ্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অতিথিদের উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে আনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষার্থীরা,নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক সন্ধ্যায় আদিবাসীদের কালচারাল নৃত্য ও সঙ্গীত পরিবেশন হয়।