বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিনিধি
রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস। প্রায় চার হাজারের অধিক নবীন শিক্ষার্থীর পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীণ শিক্ষার্থীদের পথচলা সহজ করতে সংশ্লিষ্ট সকলের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।
শনিবার (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন-আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের নতুন ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ্। অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস-পরীক্ষা যথারীতি চলছে। আমাদের নতুন ছাত্রছাত্রীরা এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অনেকেই হয়ত জীবনে প্রথমবারের মত ঘরছাড়া। এদের সামনে অনেক চ্যালেঞ্জ। আবাসন একটা বড় সমস্যা। আমরা শুধুমাত্র মোট ছাত্রছাত্রীদের তিনজনে একজনের আবাসনের ব্যবস্থা করতে পারি। এই অবস্থার উন্নতি হতে কিছুটা সময় লাগবে। এছাড়া আছে নতুন পরিবেশে অভ্যস্ত হওয়ার বিষয়টি। সকল নবীন ছাত্রছাত্রীদের এই প্রাথমিক ধাক্কাটা সামলাতে হয়।
তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়য়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর কাছে আমার একান্ত প্রত্যাশা, আমরা সবাই মিলে নবীন ছাত্রছাত্রীদের পথচলা সুন্দর করব, আনন্দদায়ক এবং ফলপ্রসূ করব, সহজ করব। নতুন এবং পুরাতন, এই বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি শুভকামনা।