নর্থবেঙ্গল ইউনিভার্সিটির উচ্চশিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


‘বাংলাদেশে উচ্চশিক্ষা : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী চারঘাট উপজেলার অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা উত্তরবঙ্গে স্বল্প খরচে উচ্চশিক্ষা বিস্তারে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে ভূমিকা রাখছে সেই বিষয়টি শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। স্বল্প সময়ে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষজনগোষ্ঠী তৈরিতে অবদান রাখছে। সেমিনারে ইউনিভার্সিটির দক্ষ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদানসহ আধুনিক ও যুগোপযোগি শিক্ষা পদ্ধতি ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউভিার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী। আলোচক হিসেবে বক্তব্য দেন, বিজনেস স্টাডিজ অনুষদের উপদেষ্টা প্রফেসর ড. এম. আমজাদ হোসেন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আনওয়ারুল কামাল চৌধুরী, কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম। সহকারি প্রক্টর আবদুল কুদ্দুস এর সঞ্চালনায় সেমিনারে স্টুডেন্ট কাউন্সিলর আব্দুল্লাহেল বাকী, আবদুল কুদ্দুস মিলন, এসএম আবদুল্লাহ রিজভীসহ সেমিনারে ১৮টি কলেজের চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ