সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
নর্থবেঙ্গল ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটির এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের উদ্যোগে ৪র্থ ব্যাচ (দু’বছর) এবং ৭ম ব্যাচ (এক বছর) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিস্থ এনবিআইইউ এর কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। প্রধান আলোচক নর্থবেঙ্গল ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপউপাচার্য প্রফেসর ড.আব্দুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, সভাপতি প্রফেসর ড.আনসার উদ্দিন, প্রফেসর ড.রুহুল আমিন, বিভাগীয় প্রধান ড. হাবিবুল্লাহ প্রমুখ। এসময় বিদায়ী শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, ফুল ও সনদপত্র তুলে দেওয়া হয়।