নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা উদযাপন

আপডেট: মার্চ ২৭, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে বুধবার ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ১০ টায় আলোচনা সভা ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত ‘ইচ্ছে’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ ও রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির প্রক্টর নুর ই আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version