বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবেদন প্রদর্শনী করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, এনবিআইইউ’র যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের খণ্ডকালীন অধ্যাপক এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজ্জাম্মেল হোসেন বকুল, বিভাগীয় প্রধান আনিসুর রহমান। এসময় সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান ও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর বায়া স্কুল অ্যান্ড কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. আফসার আলী। এসময় ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. আজিবার রহমান, বিভাগীয় প্রধান তামান্না সিদ্দিকী, শিক্ষক জুয়েল রানা, হাসান রেজা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।