সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ইন্টারফেস বিটুইন মেইনস্ট্রিম মিডিয়া এণ্ড সোস্যাল মিডিয়া’ শীর্র্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টায় ক্যাম্পাসে আয়োজিত এ ওয়ার্র্কশপে ট্রেনার হিসেবে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের অ্যাসোসিয়েট চিফ নিউজ এডিটর পলাশ আহসান।
নর্থ-বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনারের উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র-দাস। এসময় উদ্বোধনী বক্তব্য দেন ইউনিভার্সিটির ট্রেজারার-প্রফেসর মো. আনসার উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্র্র্থীদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করেন নর্র্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক। এসময় নর্থ-বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, রাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. দুলাল চন্দ্র্র বিশ^াসসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াকর্শপে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।