মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের নলডাঙ্গা থেকে হাবিবুর রহমান (৪২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে নলডাঙ্গা উপজেলার চাঁনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান একই উপজেলার কুচকুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁনপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি নলডাঙ্গা থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য।