সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রাম থেকে ৩১কেজি ওজনের একটি গাঁজার গাছসহ নজরুল ইসলাম (৩৫) ও পরান (৩০) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের আটক করা হয়। তারা উপজেলার রামশারকাজীপুর গ্রামের মৃত কাদেরের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, আটককৃত দুই ভাই গাঁজা ব্যবসার সাথে জড়িত। রামশার কাজীপুর গ্রামে তারা গাঁজার গাছ কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। সেখানে গাঁজার গাছ বিক্রির সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। এসময় প্রায় ৩১ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকার মত। এব্যাপারে থানায় মামলা হয়েছে।