নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

আপডেট: জুন ৬, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধুকে ধর্ষণের মামলায় আশিফ (২৫) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (০৫ জুন) দিনগত রাতে তাকে পৌরসভার কুটরীপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। রোববার (০৪ জুন) রাত সাড়ে ১০ টারসময় উপজেলার শরকুতিয়া গ্রামে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। আটক আশিক ওই গ্রামের জনাব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানান, প্রায় এক বছর ধরে আশিফ ওই গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল।
এ ঘটনায় তার স্বামী আশিফকে বারবার নিষেধ করলেও কোন কর্ণপাত করেনা। রোববার (০৪ জুন) ওই গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাহিরে থাকায় রোববার রাত সাড়ে ১০ টার সময় গাছ বেয়ে বাড়ির টিনের বেড়া টপকে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ি ভিতরে শব্দ হলে ওই গৃহবধু ঘর থেকে বের হয়ে বারান্দায় যান। এ অবস্থায়ব খাটে আশিফ তাকে চাকুর ভয় দেখিয়ে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে যায়। সেখানে জোরপুর্বক তাকে ধর্ষণ করে।

ঠিক একই সময়ে ওই গৃহবধূর স্বামী স্বামী ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরে মুল ফটকে তালাবদ্ধ দেখতে পেয়ে বেড়া টপকে ভিতরে প্রবেশ করে শয়ন ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ অবস্থায় আসিফকে আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যায় আশিফ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তারা জানতে পারেন।

নলডাঙ্গা থানার (ওসি) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে আফিফকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসিফকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।