নাইজেরিয়ায় ২৮০ স্কুলশিক্ষার্থী অপহৃত

আপডেট: মার্চ ৮, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮০ জনের বেশি স্কুলশিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। কর্মকর্তারা এমনটি জানান। খবর বিবিসির।
সূত্র জানায়, শিক্ষার্থীদের বয়স ৮-১৫ বছরের মধ্যে। তাদের সঙ্গে এক শিক্ষকও অপহরণের শিকার হয়েছেন।
অপহরণে জড়িতরা সেখানে দস্যু হিসেবে পরিচিত। দস্যুরা কয়েক বছরে শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম দিকে এসব অপহরণের ঘটনা ঘটেছে।

চলতি সপ্তাহের আগে পর্যন্ত গত এক বছরে শিশুদের গণঅপহরণের ঘটনা কিছুটা কমেছিল।
কাদুনা প্রদেশের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রাজ্যের মধ্যে কুরিগার অবস্থান।

তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। এদের ২৫ জন ফিরে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একজন শিক্ষার্থী বন্দুক-ধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিরনিন গোয়ারি হাসপা-তালে চিকিৎসা রত আছে।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ