বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মানবসেবা, জনগণ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের একটা সুযোগ তোমরা পেয়েছ। তোমরা নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করবে। নাগরিকদের সমস্যা আমাদের কাছে তুলে ধরবে।
তিনি আরোও বলেন, রাজশাহী এখন সারাদেশে প্রশংসিত হচ্ছে। আমরা সবাই মিলে রাজশাহীর এই অর্জনকে ধরে রাখতে চাই।
সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম ও রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক। পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এম সৈকত।
সভায় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং জোন কাউন্সিলর আলতাফুন নেছা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম-উদ-দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।