রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
নাচোলের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহানন্দা ট্রেন থেকে দেড়লক্ষ টাকার কাপড় খোয়া গেছে এক ব্যবসায়ীর। গত শুক্রবার কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি বাজার থেকে কাপড় কিনে মহানন্দা এক্সপ্রেস ১৫-আপ ট্রেনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ওই কাপড় ব্যবসায়ী আবুল হায়াত (৩৫) নাচোল উপজেলার কসবা ইউপির এলাইপুর গ্রামের এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে। সে বর্তমানে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, নাচোলের বেশ কয়েকজন কাপড় ব্যবসায়ী কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি বাজার থেকে কাপড় ক্রয় করে বাড়ি ফেরা পথে মহানন্দা এক্সপ্রেস ১৫-আপ ট্রেনে উঠার সময় তাড়াহুড়োর মধ্যে আবুল হায়াত তার অন্য সঙ্গীদের হারিয়ে কাপড়ের ৩টি গাট্টি নিয়ে একাই অন্য একটি ট্রেনের কামরায় উঠে পড়েন। ট্রেনটি ছাড়ার পর ঈশ্বরদি রেলস্টেশন থেকে রাজশাহী স্টেশনে পৌঁছার পূর্বেই কোন এক স্টেশনে অজ্ঞানপার্টি তার কাপড়ের ৩টি গাট্টি নামিয়ে নেয়। এদিকে আবুল হায়াত পাশের আসনে বসা এক যাত্রীর উপর ঢলে পড়লে ওই যাত্রী আঁচ করতে পেরে অন্যদের সহযোগিতায় তার পকেটে থাকা মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে তার আত্মীয়স্বজনকে খবর দেন। পরে ট্রেনটি আমনুরায় পৌঁছলে তার আত্মীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাপড় ব্যবসায়ী আবুল হায়াতের পকেটে থাকা ৩টি ক্রয় সিøপ থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল ছিলো বলে জানা গেছে।
এ ব্যাপারে আমনুরা জিআরপি ফাড়ির এসআই মোাস্তফা কামাল বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।