বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি:
দেশের চলমান পরিস্থিতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও নিয়ে যে সহিংসতা চলছে, সেই পরিস্থিতি মোকাবেলা এবং কারা এর সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে সহিংসতাকে বন্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে রোববার (২৮ জুলাই) বিকেলে, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী চিত্তরঞ্জন বর্মন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শাহীদ জুয়েল, সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম খলিল দুঃখু, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের মধ্যে নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, সুবাস চন্দ্র বর্মন, সেতাউর রহমান, বাবু।