শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুয়া ড্রাগসুপারকে আটক করে শ্রীঘরে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেলেপুকুর গ্রামের মৃত আবদুুর রহমানের ছেলে মনিরুল ইসলাম বকুল (৪০)। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল টু ব্রার্দাস ফার্মেসীতে ভুয়া ড্রাগসুপার পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মামলার ভয়ভীতি দেখিয়ে ৬হাজার টাকার দাবি করে মনিরুল ইসলাম। শেষমেশ দেনদরবারে একপর্যায়ে ৫শ টাকা দাবি করলে র্ফামেসীর মালিক প্রভাত কুমার শীলের সন্দেহ হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ভুয়া ড্রাগসুপার পরিচয়দানকারি মনিরুলকে আটক করে নাচোল থানা পুলিশের নিকট সোপর্দ করেন প্রভাত কুমার। এব্যাপারে টু ব্রাদার্স ফার্মেসীর মালিক প্রভাত কুমার বাদী হয়ে ভুয়া ড্রাগসুপার পরিচয়দানকারি মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও ভয়ভীতি প্রদান এবং বেআইনি সুবিধা দাবির অপরাধে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মাহতাব উদ্দিন জানান, আটক মনিরুল ইসলাম বকুল সরকারি কর্মকর্তা ভুয়া ড্রাগসুপার পরিচয় দিয়ে হাটবাকইল বাজার এলাকার কয়েকটি ওষুধের দোকান মালিকের বিরুদ্ধ মামলার ভয়ভীতি দেখিয়ে উৎকোচ দাবি করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।