শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক নম্বর কসবা ইউনিয়ন আ’লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় শাখা কার্যালয় সোনাইচন্ডীতে এ সভা অনুষ্ঠিত হয়।
কসবা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের। কসবা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন নাচোল উপজেলা আ’লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন, কসবা ইউনিয়ন শাখার সহসভাপতি সাবেক ইউপি সদস্য ভবেশ চন্দ্র বর্মন।