চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রা শুরু করলো ইলামিত্র সংগ্রহশালা। শনিবার দুপুরে এ সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহম্মদ হুমায়ূন কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ইতিহাসের পাঠ যারা নিতে চান, সেই সাথে ইলামিত্র ও এখানকার ইতিহাস সবার কাছে তুলে ধরতেই এ সংগ্রহ শালাটি গড়ে তোলা হয়েছে। পাঠ্য বইতে ইলামিত্রকে তুলে ধরার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলার রাওতাড়া গ্রামে ইলামিত্র মঠের পাশেই মাটির দ্বিতল ভবনে গড়ে তোলা হয়েছে ইলামিত্র সংগ্রহশালা। সেখানে স্থান পেয়েছে ইলামিত্রের তেভাগা আন্দোলনসহ বিভিন্ন ইতিহাস, ইলামিত্রর বিভিন্ন সময়ের স্থিরচিত্র।
সংগ্রহশালাটি আরোও সমৃদ্ধ করার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম গালিভ-খান। তিনি জানান দর্শনার্থীদের থাকার সুবিধাসহ আরোও কিছু সুযোগসুবিধা সৃষ্টি করা হবে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের জন্য ১টি মঞ্চ নির্মাণ করা হব।