নাচোলে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারের ৮ বছরের সফলতার উন্নয়ন মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে প্রদর্শনীমূলক ২৩টি স্টল নিয়ে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাম্মদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে তার কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের ৮ বছরের সফলতা তুলে ধরতে উপজেলা প্রশাসনের ১৭টি দফতর এবং স্থানীয় সরকারের ৪টি ইউপি ও ১টি পৌরসভাসহ স্থানীয় নারী ফোরামের পক্ষ থেকে নিজ নিজ উন্নয়নমূলক কর্মকা-ের প্রদশর্নীমূলক স্টলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মেলা চলাকালিন প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগীতা ও জণসমাগম ঘটাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রাণী, ইউপি চেয়ারম্যান ইনায়েতুল্লাহ, আমিনুল হক, ইসরাইল হক, আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।