নাচোলে উপজেলা আ’লীগের জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ

নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নাচোল পৌর মিলনায়তনে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আসন্ন উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল উপলক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক জুয়েল রানা, আ’লীগ নেতা তরিকুল ইসলাম, নাচোল ইউপি সভাপতি গোলাম মোস্তফা ও নেজামপুর ইউপি সভাপতি আনোয়ার আহাম্মেদ আল শহিদ জুয়েল, নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবলীগ সহসভাপতি সাইদুর রহমান বাদল, উপজেলা যুবলীগ সেক্রেটারী ব্রজেন্দ্রনাথ মাহাতো, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাবির হোসেন ও সেক্রেটারী আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ সেক্রেটারী মতিউর রহমান খোকন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুধেন চন্দ্র বর্মন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ