নাচোলে ঋণের দায়ে আত্মহত্যা

আপডেট: নভেম্বর ২৯, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঋণ পরিশোধ করতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নেজামপুর ইউপির বরেন্দা গ্রামের বদিউজ্জামানের ছেলে ফারুক (৩২) নিজ বাড়ির মাটির দ্বিতলা ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকার বিভিন্ন ব্যক্তি, এনজিও এবং ব্যবসাপ্রতিষ্ঠনের দেনা পরিশোধ করতে না পেরে বদিউজ্জামান বেশ কিছু দিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এ নিয়ে তার পরিবারে প্রায় কলোহ বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন সকালে ঋণ পরিশোধকে কেন্দ্র্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই সূত্র ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে নাচোল থানার ওসি (তদন্ত) মাহাতাব আলী জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।