বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নাচোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজফুড ক্যাসেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর, ও ভোলাহাট) জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী , গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা।
ড. মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমিরে জামায়াত বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না।
আগামী নির্বাচনের জন্য জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। তিনি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই। জয়পরাজয় যেটাইহোকনা কেনো, সব সময় জনগনের পাশে থাকবেন বলে আস্বস্ত করেন তিনি।