মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গম খেত থেকে জাহের আলী (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সালালপুর গ্রামের পশ্চিমমাঠে গম খেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশটি উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু’র ছেলে জাহির আলী।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারিকুর রহমান সরকার এবং ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু জানান, স্থানীয়রা গম খেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরত হাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত জাহির আলীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে গেছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই সঠিক তদন্তের মধ্য দিয়ে মৃত জাহির আলীর খুনিদের গ্রেফতার করা হবে।