সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
গাঁজাসহ দুই গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ১। বাজিতপুর গ্রামের আইনাল হকের ছেলে আতাউর রহমান (৪৫), ২। ওমরপুর গ্রামের সাত্তারের ছেলে রমজান আলী (৩০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে, কসবা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকার রহনপুর টু নাচোল গামী পাকা রাস্তার উপর হতে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে পুলিশ। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।