নাচোলে চার মাদকসেবীর কারাদণ্ড, ৬০ লিটার চোলাইমদসহ আটক ২

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


নাচোলে ৬০ লিটার চোলাই মদসহ দুইজন এবং চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে মদ্যপ অবস্থায় চার মাদকসেবীকে বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের এক সপ্তার কারাদ- দেয়া হয়।
কারাদ-প্রাপ্ত মাদকসেবীরা হলেন, পৌর এলাকার সাজাহান আলীর ছেলে আশরাফুল আওয়াল সুমন (৩৫), মৃত গাজুরুদ্দিনের ছেলে আশরাফুল (৩৮), নূরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩২) ও মৃত হাবিবুর রহমানের ছেলে শুকুর আলী (৩২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, আটককৃতদের গতকাল সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা নিজনিজ দোষ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়াও গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নেজামপুর ইউপির গোসাইপুর এলাকা থেকে দুইটি জারকিনে ৬০ লিটার চোলাই মদ বহনকারী দ্রুতগতির একটি মিশুক একটি ভ্যানকে অতিক্রম করতে গিয়ে হাটবাকইল উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করে। এসময় স্থানীয়রা ধাওয়া করে মিশুকসহ চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদেরকে থানায় আটক রেখেছে।