নাচোলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ২:২২ অপরাহ্ণ


নাচোল প্রতিনিধি :


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালক (অনূর্ধ্ব -১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর উদ্ধোধনী, সমাপনী এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

এসময় সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, জনস্বাস্থ্য অফিসার মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান সহ অন্যান্যোরা উপস্থিত ছিলেন।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করেন। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ