শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী হয়েছে।
বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে, স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী আলোচনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান বিপ্লব, গাইনি কনসালটেন্ট ডা. বিউটি বেগম, উপজেলা মহিলা বিষয়ক-কর্মকর্তা প্রভাতী মাহাতো, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, নার্সিং সুপার ভাইজার সুফিয়া বেগম, সিনিয়র স্টাফ নার্স রওশনআরা সুচি সহ স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবারহ, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খায়ানো হচ্ছে।
পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমম্বিতভাবে কাজ করে যেতে আহ্বান করেন।