নাচোলে জামায়াতের আলোচনা সভা

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৮ অক্টবর ২০০৬ সালের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা সংগ্রামী নাইবে আমির অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুখলেসুর রহমান, নাচোল উপজেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও এ্যাডভোকেট সেরাজুল ইসলাম, নাচোল পৌর শাখার ডাঃ রফিকুল ইসলাম, নাচোল সদর ইউনিয়নের আমির মেসবাউল গনি মাসুদ, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর আমির মনিরুল ইসলাম।