শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিইসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার নেজামপুর ইউপির গ্রীণভ্যালী একাডেমী চত্বরে প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রানী, জেলা পরিষদের ওয়ার্ড সদস্য রয়েল বিশ্বাস, হোসনে আরা পাখী ও পিয়ার জাহান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফিউল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য তাজুদ্দীন আহাম্মেদ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।