নাচোলে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্বে করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ।

কর্মশালায় স্বাগতম বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি প্রাকাশৌলী শাহিনুল ইসলাম। এছাড়াও সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, তথ্য কর্মকর্তা সোহেল রানা, জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৬ গ্রুপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারুণ্যের ভাবনাগুলো লিপিবদ্ধ করে। এরপর দলীয়ভাবে তাদের ভাবনাগুলো উপস্থাপন করে তাদের দলের নেতারা।

দ্বিতীয়ার্ধে কর্মশালায় নাচোল মহিলা ডিগ্রী কলেজে, স্কুলের ছাত্র-ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় বিজয়ী তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ