বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গির আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় নওগাঁর নেয়ামতপুর উপজেলার মুন্দিখোর গ্রামের হাসানের ছেলে মাসুদ (২৫) ও আবুল কাশেমের ছেলে শাকিলকে (১৮) উপজেলার রাজবাড়ি হাট এলাকা থেকে আটক করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই মাদক বিক্রেতার সহযোগী নাচোল উপলার রাজবাড়ী দিঘিপাড়ার আকবর আলীর ছেলে আরিফকে (২৬) আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।