শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন বছরের নিখোঁজ ব্যক্তি উদ্ধার হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন জানান, গত শনিবার রাত ১০টার দিকে থানার এএসআই আবু হাসান রাতে টহলরত অবস্থায় উপজেলার কসবা ইউপির চৌপুকুরীয়া গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদকালে সে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার লালিয়া কাজিয়ার মোড় গ্রামের কেতাববদ্দিনের ছেলে সাইফুর রহমান (৩২) বলে জানা যায়। নাচোল থানা ভুরুঙ্গামারী থানায় যোগাযোগ করলে নিখোঁজ সাইফুর রহমানের পিতা-মাতা তার সঠিক পরিচয় নিশ্চিত করলে গতকাল রোববার তাদের জিম্মায় দেয়া হয়। উদ্ধার হওয়া সাইফুরের পিতা কেতাবুদ্দিন জানান, তার ছেলে কলেজে রসায়ন বিষয়ে অনার্স পড়াকালিন বিয়ে হয়। কিন্তু ওই বিয়ে বেশীদিন টিকেনি। এরপর থেকে মেধাবী সাইফুর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ৩বছর ধরে নিখোঁজ ছিল।