নাচোলে দুর্নীতি প্রতিরোধ সপ্তার পুরুস্কার বিতরণ

আপডেট: এপ্রিল ৭, ২০১৭, ১২:৪৪ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ সপ্তার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে দুর্নীতি প্রতিরোধ কমিটি নাচোল উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে এ পুরুস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নাচোল পাইলট উচ্চবিদ্যালয় হলরুমে নাচোল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আওয়ালের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান। নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য্যদের মাঝে বক্তব্য দেন নাচোল দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একরামুল হক, মাওলানা সাইফুল হক, প্রধান শিক্ষক মুসলেহুদ্দিন, নাচোল পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, নাচোল দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলাম ও শামসুন্নাহার (ময়না)।

এ বিভাগের অন্যান্য সংবাদ