নাচোলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

আপডেট: মে ১৮, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ


নাচোল প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা ভোটারদের সাথে ভোট পরবর্তী শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৮ মে) দিনব্যাপী উপজেলার নেজামপুর, লক্ষীপুর, বহরল, জমিন কমিন, বাসুগ্রাম, কার্তিকপুর, ধরইল শ্যামপুর, রাওতাড়া, কেন্দুয়া, জগদইল, কামার জগদইল শেষে, বিকেল সাড়ে ৪টার সময় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জোনাকিপাড়া গ্রামে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপিকে ভোট পরবর্তী শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাঝহারুল ইসলাম তরু, নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, সদস্য হাবিবুর রহমান, মাসুদ রানা, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আদিবাসী নেতা স্বপন সাহা, জেলা যুবলীগের (সাবেক) সহ-সভাপতি সাইদুর রহমান বাদোল সহ বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ