নাচোলে প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে মতবিনিময়

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কন্যানগর গ্রীনল্যান্ড পার্কে উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’ প্রতিপাদ্যের আলোকে নাচোল ক্লাস্টারের অধীন ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য  দেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের। অন্যদেরর মাঝে বক্তব্য দেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দীকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান ও ইউআরসি আশরাফুল করিম। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোত্তালিব। এসময় ২০১৩ সালে জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক আব্দুল বারি তার ভিয়েতনাম সফর ও ২০১৫ সালে শ্রেষ্ঠ শিক্ষক তাজকেরা খাতুন তার ভারত সফরকালিন অভিজ্ঞতা বর্ণনা করে শিক্ষার গুনগত মান এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অতিথিবৃন্দ পৌর এলাকার ১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সালেহা বেগমকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন। মধ্যাহ্ন ভোজ শেষে শিক্ষক-শিক্ষিকাদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।