বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাসপুকুর দখল করাকে কেন্দ্র করে বাড়িঘরে আগুনে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের সদস্যদের মাঝে উপজেরা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেরা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেরার সদর ইউপির দরবেশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম ও আশরাফুল ইসলামের স্ত্রী আঙুরী বেগমকে ১০ হাজার করে ২০হাজার টাকার আর্থীক অনুদানের চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক ও শিক্ষক রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সহসভাপতি হাবিবুর রহমান এবং কৃষক লীগের সভাপতি কাবুল হোসেন।