বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পৃথক পৃথক স্থানে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ এর সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সুচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা বিএনপি’র (সাবেক) সভাপতি ও নাচোল পৌর প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, নাচোল পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রাব্বানী, উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তন্ময় আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে নেজামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এর সঞ্চালনায়,ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হুদা, (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী, (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, নেজামপুর ইউপির ৪নং ওয়ার্ড সাবেক সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।