নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৮ পূর্বাহ্ণ

নাচোল  প্রতিনিধি  


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি হলেন উপজেলার ১নম্বর কসবা ইউপির আঝইর গ্রামের আবদুুল মজিদ খলিফার ছেলে গোলাম মোস্তফা (৩২)। কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গোলাম মোস্তফা পাইকোড়া জামে মসজিদে নতুন সংযোগ দেয়ার জন্য বিদ্যুতের পোলে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর উপসহকারি প্রকৌশলী মতিউর রহমান বলেন,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি বিদ্যুৎ অফিসের কর্মচারী নয়। এছাড়াও তিনি দুঃখ প্রকাশ করে বলেন, চলমান বৈদ্যুতিক লাইনে কর্তৃপক্ষকে না জানিয়ে নতুন সংযোগ প্রদানকালে এ মৃত্যুর ঘটনা অনাকাঙ্খিত।