নাচোলে বোরো আবাদে ব্যস্ত কৃষক

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি  



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বোরো আবাদ শুরু। জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজচারা উঠানো, ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে কৃষকরা। গত মৌসুমের আমন ধানের ভাল ফলন প্রতি একরে প্রায় ৬০মন ও মূল্য প্রতিমণ ৮শ থেকে ৯শ’ টাকা পেয়ে কৃষকদের বোরো আবাদে আগ্রহ বেড়েছে।
উপজেলার সদর ইউপির হাঁকরইল গ্রামের আদর্শ কৃষক সেকান্দার আলী, খৈবুর রহমান, একরামুল হক, আন্ধরাইলের আব্দুল গাফ্ফার মেম্বার, কসবা ইউপির কালইর গ্রামের নাজিম আল্ মামুন, নেজামপুর ইউপির আবুল কালাম মেম্বার, খান্ধুরার মতিউর রহমান, ঝিকড়া গ্রামের সাইদুর রহমান ও নজরুল ইসলাম জানান, গত আমন মৌসুমে ব্রী জাতের সোনার বাংলা, ব্রী-আঠাশ, ব্রী-৫১, জিরাশাইল ধানের ফলন ও বাজারমূল্য ভাল পাওয়ায় চলতি বোরো মৌসুমেও এগুলির আবাদ করতে তারা বেশী অগ্রহী। অন্যান্য বছর কোল্ড ইনজুরিতে পচন লেগে বীজচারা নষ্ট হয়ে যেত। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চারাও বেশ ভাল হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেণ কুমার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান জানান, এবছর নাচোল উপজেলায় বোরো মৌসুমে প্রায় ৭ হাজার হেক্টর উচ্চ ফলনশীল বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে রবি মৌসুমে গমের আবাদ গত বছরের তুলনায় প্রায় এক চতুর্থাংশ হয়েছে। তাই বোরো আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে। সমন্বিত বরেন্দ্র অঞ্চলের নাচোলে ধানের ফলন এ অঞ্চলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত হয়ে থাকে। কৃষি সম্পসারণ বিভাগের সঠিক পরামর্শ ও তদারকি, কৃষকদের প্রশিক্ষণ, পরিমিত এবং যথাসময়ে সেচ সার ও বালইনাশক প্রয়োগ করলে বোরোধানের ফলন আমন ধানের চেয়ে কম হবেনা বলে কৃষকরা আশা করছে।