শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের বার্ষিক ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৬ বছর বয়সী বালক-বালিকাদের অংশগ্রহণে ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা গ্রুপে একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হয় গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়। অপরদিকে বালক গ্রুপে একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হয় এশিয়ান স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয় পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুলতানা পাপিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি)। এ সময় উপস্থিত ছিলেন, মেয়র আব্দুর রশিদ খান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন, প্রধানশিক্ষক আতাউর রহমান ও তাজামুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম ও সঞ্চালনায় শাকিল রেজা ।