শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা স্কুল অ্যান্ড কলেজে মিড-ডে মিল (টিফিনবক্স বিতরণ) কার্যক্রমের উদ্বোধন ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী এবং নবীনদের জন্য দোয়া করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অধ্যক্ষ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলায় প্রথম এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুর রশিদ খান, বেগম মহশীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইসহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল মোকিম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, দৈনিক চাঁপাইদৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, আফসার আলী, ফিরোজা বেগম ও আরমানী বেগম। নাচোল উপজেলায় স্থানীয় সাংসদ মু. গোলাম মোস্তফা বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এ প্রতিষ্ঠানের ৫শ শিক্ষার্থীকে দুপুরের খাবার সংরক্ষণ ও বহনের জন্য টিফিনবক্স বিতরণ করে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়।