নাচোলে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ

মো. মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা লালচাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ওয়ার্ডের (সাবেক) সভাপতি তাজ উদ্দিন ফটিক এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মনিরুল ইসলামের সঞ্চালনায় আমনুরা ঝিলিম বাজারের অন এবং টু, দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১২, ১২- ২৪ ওভারের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ওভারের মধ্যে আমনুরা টু দলকে হারিয়ে আমনুরা অন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে উভয় দলের হাতে নগদ প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ।

 

Exit mobile version