নাচোলে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিকসভায় মেধাবৃত্তিপ্রাপ্ত ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নাচোল সরকারি কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। নাচোল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুকের সভাপতিত্বে মেধাবৃত্তিপ্রাপ্ত ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহম আবদুল্লাহ। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল সরকারি কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের শিক্ষাসচিব সহকারী অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তী, যুগ্মমহাসচিব প্রভাষক নূর কামাল, সাংগঠনিক সচিব সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, ঢাকা আহসানীয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাকিল রেজা ও মজিদুল হক।
৪র্থ শ্রেণির রিজিয়া হক, ৬ষ্ঠ শ্রেণির মোহাম্মদ আলী, ৭ম শ্রেণির তোফাজ্জল হক-সাজ্জাদ আহাম্মেদ, ১০ম শ্রেণির (সংরক্ষিত) মইনূল হক ও একই শ্রেণির রেশমী আরা স্মৃতিবৃত্তি এবং উচ্চমাধ্যমিক শ্রেণির নাচোল কল্যাণ ফাউন্ডেশন বৃত্তির ১৮জন শিক্ষার্থী এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২২জন বিজয়ীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।