নাচোলে রাণী ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ


মো. মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তে-ভাগা আন্দোলনখ্যাত বীরঙ্গনা নেত্রী রাণী ইলামিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার রাণী ইলামিত্র স্মৃতি সংসদ’র আয়োজনে উপজেলার উপজেলার নেজামপুর ইউনিয়নের ইলা-মিত্র মট ও সংগ্রহশালা প্রাঙ্গণে সকাল ১০টায় সংগ্রহশালা প্রাঙ্গনে ইলামিত্রের প্রতিকৃতিতে মাল্যে অর্পণ শেষে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান শিং এর এবং সাংবাদিক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান।

এতে স্বাগত বক্তব্য রাখেন রাণী ইলা মিত্র স্মৃতি সংসদ এর সভাপতি শ্রী বিধান শিং।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস পার্টির চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ইসরাইল সেন্টু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সাজিদ তৈহিদ, সাংবাদিক জিলানী, লেখক ও গবেষক আলাউদ্দিন (বটু), উপজেলা বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, ৩নং ওয়ার্ড সাবেক মেম্বার আব্দুস সামাদ, ২নং ওয়ার্ড মেম্বার পিন্টু, সংরক্ষিত মহিলা রেবিনা বেগম, ভেষজ চিকিৎসক আমিন কর্মকার প্রমূখ ।

উল্লেখ্য, ১৯৪৬ থেকে ১৯৫০ সন পর্যন্ত ততকালীন ভূমি মালিকদের সাথে বর্গচাষিদের জমিতে ফসল উৎপাদনের ন্যয্যতা নিয়ে জটিলতার বিষয়ে জমিদার পত্নী হয়েও বরেন্দ্র অঞ্চলে তাঁ স্বামী শ্রী রমেন মিত্রের জমিদারীতে বর্গাচাষিদের উৎপাদন খরচ হিসেবে এক ভাগ, ফসলের বর্গাদার হিসেবে একভাগ অবশিষ্ট একভাগ জমি মালিকের এ হিসেবটির নামই তে—ভাগা। এটিই পরবর্তীতে

তে—ভাগা আন্দোলন হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে। ততকালীন পূর্বপাকিস্তান সরকার কমরেড ইলামিত্রের ওই আন্দোলনকে রাজনৈতিক অর্থাৎ রাস্ট্র বিরোধী হিসেবে চিহ্নিত করে। ফলে বরেন্দ্র অঞ্চলের আদিবাসী—মুসলিম বর্গাদারদের উপর পূর্ব পাকিস্তানী পুলিশের নির্যাতন নেমে আসে।

অবশেষে রানী ইলামিত্রকে পাকিস্তান পুলিশ রহনপুর স্টেশন এলাকা থেকে আটক করে।
এরপর থেকে বরেন্দ্র অঞ্চল নাচোলে রাণী ইলামিত্র ক্ষ্যতি লাভ করেন।
আলোচনা শেষে সিনিয়র সাংবাদিক সাজিদ তৈহিদ, সামাদ মেম্বার ও মুরুব্বি জিল্লুর রহমানকে সম্মানা স্বারক তুলে দেন অতিথি বৃন্দরা।
দুপুর কাংগালি ভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ