নাচোলে শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১:১৮ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দলীয় অফিসে জেলাপরিষদ সদস্য রয়ালের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবদুল কাদের ও জেলাপরিষদ সদস্য সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পৌর ৮নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর আনসারী আহত হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।
নাচোল পৌর আ’লীগের সহসভাপতি কামাল আহমেদুজ্জোহা পলাশ জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাচোল সরকারি কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। ওই আলোচনায় যুবলীগ নেতৃবৃন্দের শেষে এবং আ’লীগ নেতাদের শুরুতে জেলা পরিষদ সদস্য রয়াল বক্তব্য প্রদানের দাবি করলে আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের বলেন, দলীয় কোন পদ না থাকায় দলীয় প্রটোকল অনুযায়ী আ’লীগের নেতৃবৃন্দের তালিকার শুরুতে রয়ালের বক্তব্য দেয়ার কোন সুযোগ নেই। তবে তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দের বক্তব্য শেষে রয়ালের নাম ঘোষণা দেয়ার জন্য উপস্থাপককে নির্দেশ দেন। এতে সন্তুষ্ট হতে না পেরে রয়াল বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন। এদিকে আলোচনাসভা শেষে উপজেলা আবদুল কাদেরসহ অন্যরা বাইরে এলে রয়াল আঙ্গুল উঁচিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জানতে চান তাকে যুবলীগ নেতৃবৃন্দের শেষে বক্তব্যের সুযোগ দেয়া হলো না কেন। এ নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে রয়াল তার কয়েকজন সমর্থককে সাথে নিয়ে আ’লীগ দলীয় অফিসে ঢুকে নেতৃবৃন্দের চেয়ারে বসে পড়েন। নেতৃবৃন্দের চেয়ারে বসার ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখানো নিয়ে রয়ালের সাথে আ’লীগ সাধারণ সম্পাদক আবদুল কাদেরর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় আ’লীগের নাচোল পৌর ৮নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মুঞ্জুর আনসারী রয়ালকে অফিসের বাইরে যেতে বলায় পাশের একটি চায়ের স্টল থেকে লাকড়ির চ্যাওলা (চুলায় জালানির খড়ি) নিয়ে রয়াল ও তার সমর্থকরা মুঞ্জুর আনসারীর উপর চড়াও হয়। এতে মুঞ্জুর আনসারী আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জেলাপরিষদ সদস্য রয়ালের সাথে যোগাযোগ করা হলে শোক দিবসের আলোচনায় যুবলীগের বক্তব্য শেষে তাকে বক্তব্য দিতে না দেয়ায় দলীয় অফিসে উপজেলা আ’লীগ সেক্রেটারি আব্দুল কাদের-এর সাথে কথা কাটাকাটির বিষয়টি তিনি স্বীকার করলেও সে কারো উপর চড়াও হয় নি বলে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ