নাচোলে সাংবাদিক বাবুকে হত্যার হুমকি

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের নাচোল সংবাদদাতা নুরুল ইসলাম বাবুকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে গতকাল রোববার নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক বাবু।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে ০১৭২৭৭৮৬৩৪৯ নম্বর থেকে সাংবাদিক বাবুর ব্যক্তিগত মোবাইল নম্বর ফোন দিয়ে কোনো কথা না বলে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং কয়েকদিনের মধ্যে মেরে ফেলা হবে বলে ক্রমাগত হুমকি দিতে থাকে। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে গতকাল রোববার নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক বাবু।
এদিকে বাবুকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব। গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ সকল সদস্য সাংবাদিক বাবুকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।