নাচোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:০০ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬বছর পর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল (৪২) কে গ্রেফতার করা হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন জানান,  গ্রেফতারকৃত মনিরুল ইসলাম জিআর ১৫৫/১২নং নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ছিল। সে উপজেলার পাথিরাচন্ডি (জোড়াপুকুর) গ্রামের মৃত ইয়াশিন আলীর ছেলে বলে জানা গেছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গির হোসেন ও এএসআই হাসান অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করে। আসামি মনিরুল ইসলামকে ১০ ফেব্রুয়ারি জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ