নাচোলে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ


মো. মনিরুল ইসলাম নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (২২ ডিসেনম্বর) সকাল থেকে পৌর এলাকার বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
পরে বিকেল থেকে পৌর এলাকার বাসস্ট্যান্ড ও নাচোল রেলস্টেশনে পথসভায় মিলিত হন।

এসময় তার সাথে ছিলেন, নাচোল উপজেলা নির্বাচনী কমিটির আহবায়ক আবু রেজা মোস্তফা কামাল শামীম, সদস্য সচিব ও মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, জেলা পরিষদের সদস্য তরিক-উজ্জামান (সুমন), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন, জেলা সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, পৌর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।

পথসভায় প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডয তুলে ধরেন এবং আসন্ন সংসদ নির্বাচনে সকলের কাছে ঈগল পাখি মার্কায় দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ