নাচোলে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের দুইটি পয়েন্টে স্মার্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাজার মূল্যর চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে এবার তেল, চিনি, মসুর ডাল ও চাল একসাথে পেয়ে আগ্রহও বেশি, খুশি ফ্যামিলি কার্ডধারীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়, এ কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দেওয়া হচ্ছে, ১,২,৩, নং ওয়ার্ডে। চার থেকে নয় পর্যন্ত দেওয়া হবে আজ বৃহস্পতিবার।

এবার টিসিবির পণ্য ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি মিলছে ৫৪০ টাকায়। টিসিবির পণ্য নিতে আসা কসবা ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল জব্বার বলেন, এভাবে প্রতিবার যদি টিসিবি পণ্য পায় তাহলে আমি প্রতিবার নিব, একই গ্রামের এর আইয়ুব আলী বলেন, আগের দুই একবার তেল ছিল না তাই আমি নিতে আসিনি।

মেসার্স নাহার ট্রেডার্স টিসিবির ডিলার মুসলিম উদ্দিন বলেন, সকাল থেকে টিসিবির পণ্য নিতে কার্ডধারীরা আসছে এবং পণ্য নিয়ে যাচ্ছে। এ প্রতিবেদককে আরো জানান, কসবা ইউনিয়নে ১ হাজার ২০ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।

কসবা ইউনিয়নে কর্মরত আহসান হাবিব বলেন, কসবা ইউনিয়নের টিসিবির ফ্যামিলি কার্ডগুলো জমা নেওয়ার পর আবারো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে স্মার্ট মোবাইলে স্ক্যানার হওয়ার পরে ওই নাম্বারে ওটিপি কোড যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।