নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট: জুন ৯, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেলের ধাক্কায় আকাশ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের মোড়ে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও ৩ জন যুবক আহত হয়েঠে বলে খবর পাওয়া যায়। নিহত যুবক আকাশ সদর উপজেলার গোবরাতলা এলাকার বকুল আলীর ছেলে।

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সদর উপজেলার গোবরাতলা থেকে দুই মোটরসাইকেলে চেপে চারজন যুবক গোমস্তাপুর যাচ্ছিলো। পথিমধ্যে নাচোলের ফতেপুর মোড়ে ওই দুইটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়ে আকাশ ঘটনাস্থলেই মারা যায়। আকস্মিক এই দূর্ঘটনায় বাকি আরও ৩ জন যুবক আহত হয়।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে নিহত আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ওসি মিন্টু রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ